bengali

স্থূলকায় হয়ে পড়লে সেনাবাহিনীতে চাকরি টিকিয়ে রাখা মুসকিল হতে পারে!

Webdesk | Wednesday, August 8, 2018 10:06 AM IST

সেনাবাহিনীতে নতুন নিয়ম চালু হলো। তাই এবার থেকে সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেলেও চাকরি বাঁচানোটা কঠিন হয়ে পড়ল! কারণটা কি? কারণ হলো, স্থুলকায় শরীর।চাকরি পেয়ে গিয়েছি যাঁরা নিশ্চিন্তে রয়েছেন, তাদের ক্ষেত্রে চাকরি টিকিয়ে রাখা মুসকিল হতে পারে। 

সেনাবাহিনী পদোন্নতি এবার চেহারার মাপকাঠিতে করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এবার থেকে সেনাবাহিনীতে পদোন্নতি দেওয়ার আগে সেই আধিকারিকের ফিটনেস দেখে নেওয়া হবে। আর মেদ থাকলে মুহূর্তে বাতিল হয়ে যাবে পদোন্নতি। এমনই শঙ্কার কথা শুনিয়েছেন সেনাবাহিনীর উচ্চ পদস্থ আধিকারিকরা। এই নীতি মেনে চলা হবে সেনাবাহিনীর সব শ্রেণির ক্ষেত্রেই। যাঁরা জওয়ান তাঁরা তো ফিট থাকেন সবসময়। কারণ প্রতিনিয়ত শরীরচর্চার মধ্যে থাকেন। এছাড়াও এমন অনেক পদ সেনাবাহিনীতে রয়েছে যাঁদের জওয়ানদের মত যুদ্ধক্ষেত্রে নেমে কাজ করতে হয় না। তাদের ক্ষেত্রে এই মাপকাঠি বিচার করা হবে বলে খবর।