bengali

ভর্তির ফি নিয়ে বিভ্রাট আলিয়া বিশ্ববিদ্যালয় ও তার অধিনস্ত ক্যাম্পাসে

webdesk | Tuesday, August 29, 2017 10:14 PM IST

আলিয়া বিশ্ববিদ্যালয় ও তার অধিনস্ত বিভিন্ন ক্যাম্পাসে ভর্তির ফি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন ছাত্রছাত্রীরা। এবারে কামিল অনার্সে ফুরফুরা ক্যাম্পাসে​ ভর্তি হওয়া আব্দুস সামাদ মন্ডল বলেন আলিয়া বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল কাউন্সেলিং এর সময় পাঁচশত টাকা ফি জমা নেয়। কতৃপক্ষের পক্ষে জানানো হয়, পরবর্তীতে ভর্তির ফি থেকে এই টাকা এডজাস্টমেন্ট করে দেওয়া হবে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে ভর্তি হওয়া ছাত্রদের নয়শত টাকা এডমিশন ফিস এর সাথে পাঁচ শত টাকা এডজাস্টমেন্ট করে চারশত টাকা দিলেই এডমিশন হয়ে যাচ্ছে। একই বিষয়ে ভর্তির জন্য ফুরফুরা স্টাডি সেন্টারে ভর্তি ফি নেওয়া হচ্ছে দুহাজার টাকা এবং সেখানে কাউন্সেলিং এর পাঁচশত টাকা এডজাস্ট করা হচ্ছে না।
ফুরফরা স্টাডি সেন্টার কর্তৃপক্ষের​সঙ্গে কথা বললে তারা বলেন বিশ্ববিদ্যালয় আমাদের কাউন্সেলিং এর সময় নেওয়া টাকা দিচ্ছেন না তাই আমরা এডজাস্ট করতে পারছি না। সূত্রের খবর একই কোর্সে বেলডাঙা স্টাডি সেন্টারে ভর্তি ফি নেওয়া হচ্ছে আড়াই হাজার টাকা। বিভিন্ন ক্যাম্পাসে এরকম ভর্তির ফি আলাদা হওয়ায় সমস্যায় পরেছেন পড়ুয়ারা।