bengali

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিয়োগ 2018

Webdesk | Friday, August 3, 2018 7:35 AM IST

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া জুনিয়র অ্যাসিস্ট্যান্ট  পদে মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ,গোয়ায় বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আগ্রহী প্রার্থীরা 31শে অক্টোবরের আগে আবেদন করুন

আবেদনের নিয়ম

  1. অফিসিয়াল ওয়েবসাইট  https://www.aai.aeroযান
  2. 'Careers' –তে ক্লিক করুন
  3. 'Registration Link' under 'Recruitment for the post of Junior Assistant (Fire Service), WR'. ক্লিক করুন
  4. স্টার্ট-এ ক্লিক করুন
  5. রেজিস্ট্রার করুন
  6. ফর্ম পূরন করে সাবমিটে ক্লিক করুন
  7. রেজিস্ট্রেশনের পর লগ ইন করুন.
  8. তারপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন.

 

আবেদনের ফি-

সাধারণ প্রার্থীদের জন্য- 1000 টাকা

এসসি, এসটি-বিনামূল্যে

পদ বিবরণ-

মোট পদ- 119

সাধারণ পদ- 66

তফশিলী জাতি- 18

ওবিসি- 35

শিক্ষাগত যোগ্যতা-  50 শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়