bengali

বাতিল হতে চলেছে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন

webdesk | Wednesday, June 7, 2017 7:16 PM IST

বাতিল হতে চলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি। একই সঙ্গে বাতিল করা হবে এআইসিটিই। তার জায়গায় আসতে চলেছে আরও বেশি শক্তিশালী প্রতিষ্ঠান ' হিরা ' অর্থাত হায়ার এডুকেশন এমপাওয়ারমেন্ট রেগুলেশন এজেন্সী। এমনটাই জানা গিয়েছে। উপরোক্ত দুটি সংস্থা হলো ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে দুটি প্রধান সংস্থা। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির জন্য ইউজিসি এবং কারিগরী শিক্ষার জন্য নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে এআইসিটিই। জানা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও সংসদের অনুমোদন পেলেই শীঘ্রই কার্যকর হবে ' হিরা '।