bengali

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বর্ধিত বেতন দিতে রাজ্যকে চিঠি দিল ইউজিসি

Webdesk | Wednesday, August 1, 2018 3:39 PM IST

কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বর্থিত বেতন দিতে রাজ্যকে চিঠি দিল ইউজিসি। সব রাজ্যগুলির শিক্ষাসচিবদের পাঠানো সেই চিঠিতে অধিকর্তা রেণুকা মিশ্র বলেছেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সপ্তম বেতন কমিশনের সুবিধা দিতে হবে। ওই চিঠিতে রীতিমতো চ্যালেঞ্জের ভঙ্গিতেই রাজ্যগুলিকে বলা হয়েছে, তারা বর্ধিত বেতন দিয়ে সেই বিল জমা দিলেই তাঁর ৫০ শতাংশ সঙ্গে সঙ্গে মিটিয়ে দেওয়া হবে। মোট ৪০ মাস, অর্থাৎ ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়তি বেতনের ৫০ শতাংশ কেন্দ্র দেবে। তারপর পুরোটাই অবশ্য রাজ্যের দায়িত্ব। তখন মোট বেতনের উপর ইউজিসি তার ভাগের টাকাটা রাজ্যকে দেবে।

প্রসঙ্গত, দেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠন এআইফুকটো ৩ আগস্ট গণছুটির ডাক দিয়েছে। তাতে একদিকে যেমন ইউজিসি তুলে দিয়ে উচ্চশিক্ষা কমিশন গঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদ করা হয়েছে, তেমনই সপ্তম বেতন কমিশন দ্রুত কার্যকর করারও দাবি জানানো হয়েছে। তবে, এর ফলে সপ্তম না হোক, ষষ্ঠ বেতন কমিশন দ্রুত লাগু করার যে একটা চাপ তৈরি হল, তা বলাই যায়। কারণ, বেশ কিছু রাজ্যে ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন চালু হয়ে গিয়েছে।