bengali

বেসরকারি কলেজে ভর্তির ফি এখনও নির্ধারণ হয়নি

Webdesk | Friday, December 15, 2017 6:51 AM IST

প্রথম সেমেস্টার শেষ হতে চললো অথচ  রাজ্যের বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষের জন্য উচ্চশিক্ষা দফতর এখনও পর্যন্ত ফি নির্ধারণ করে উঠতে পারেনি বলে অভিযোগ।
বিকাশ ভবনের খবর, বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি যাতে যেমন খুশি ভর্তি ফি নিতে না-পারে, সেই জন্য কয়েক বছর আগে একটি কমিটি গড়া হয়। কলেজ-বিশ্ববিদ্যালয় ভর্তির ফি হিসেবে কত টাকা নেবে, তা নির্ধারণ করে উচ্চশিক্ষা দফতরের ওই কমিটি। এ বছর তাদের ফি নির্ধারণের কাজ না-এগোনোয় বহু বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় যেমন খুশি ভর্তি ফি নিচ্ছে বলে অভিযোগ।
সামাজিক ও আইন সংক্রান্ত নানা বিষয় নিয়ে গবেষণা করছেন বিশ্বনাথ গোস্বামী। ফি-সমস্যা নিয়ে রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব থেকে উচ্চশিক্ষা দফতর— সকলের কাছেই অভিযোগপত্র পাঠিয়েছেন তিনি।
বিভ্রান্তি ছড়িয়েছে ফি-নির্দেশিকা নিয়ে দাবি আর পাল্টা দাবিকে ঘিরে। উচ্চশিক্ষা দফতরের খবর, ফি নির্ধারণের বিষয়টি নিয়ে নতুন করে বৈঠকের তোড়জোড় চলছে।