bengali

আজ নিট মামলার শুনানি কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট-এ

Webdesk | Monday, June 12, 2017 11:18 AM IST

আজ নিট অর্থাত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট মামলার শুনানি। আজ আদালতের রায়ের দিকে অধীর আগ্রহে তাকিয়ে দেশ ও রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী। এদিন একদিকে হবে কলকাতা হাইকোর্টে নিট মামলার শুনানি, অন্যদিকে সর্বোচ্চ আদালতেও নিট নিয়ে চলবে শুনানি। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে ইতিমধ্যেই নিট পরীক্ষা নিয়ে দুটি মামলা হয়েছে। সারা দেশে মামলার সংখ্যা দশের কাছাকাছি। দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে সিবিএসই বোর্ড সম্প্রতি সর্বোচ্চ আদালতের কাছে নিটের ফলাফল নিয়ে স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জি জানিয়েছে। উল্লেখ্য, নিট পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছিল, ইংরাজী ভাষায় সহজ প্রশ্ন করা হয়েছে কিন্তু বাংলা বা অন্যান্য আঞ্চলিক ভাষার প্রশ্ন কঠিন হয়েছে। এই বিষয়ে অভিযোগ জানানো হলে সিবিএসই বোর্ড এই ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি।