bengali

নিটের বাংলা প্রশ্নপত্র ও ইংরেজি প্রশ্নপত্র আলাদাই, নিশ্চিত হয়েছে স্বাস্থ্যভবন

webdesk | Thursday, May 11, 2017 6:39 PM IST

মেডিকেলের অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা নিট পরীক্ষায় পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য আলাদা প্রশ্নপত্র করা হয়েছিল। শুধু ছাত্রছাত্রী বা অভিভাবকদের অভিযোগ বা সংবাদপত্রে প্রকাশিত হওয়া খবর নয়, নিটের বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র খতিয়ে দেখেছেন স্বাস্থ্যভবনের স্বাস্থ্য শিক্ষা শাখার অফিসাররা। দু'ধরনের প্রশ্নপত্রই খুঁটিয়ে দেখেছেন স্বাস্থ্য দপ্তর নিযুক্ত শিক্ষকরা। আর তারপর তাঁরা নিশ্চিত যে, যাঁরা বাংলায় পরীক্ষা দিয়েছেন, তাঁদের আলাদা প্রশ্নাবলী দেওয়া হয়েছিল। তাদের বক্তব্য, সিবিএসই বোর্ড মোটেই ঠিক কাজ করেনি এটা। 
আজ বৃহস্পতিবার নিটের নিয়মকানুন এবং পরীক্ষা পদ্ধতি সংক্রান্ত আইনি বিষয়গুলি খতিয়ে দেখবেন স্বাস্থ্যভবনের আধিকারিকরা। তারপর রিপোর্ট জানানো হবে রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের (স্বাস্থ্য) কাছে। তিনি শিক্ষা সচিবের সঙ্গে আলোচনা করে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে প্রতিবাদের চিঠি পাঠাবেন দিল্লিতে সিবিএসই'র দপ্তরে। বুধবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ দেবাশিস ভট্টাচার্য বলেন, ' আমরা প্রশ্নপত্রগুলি পড়েছি। বাংলায় যে সব পড়ুয়া পরীক্ষা দিয়েছেন, সেই প্রশ্নপত্র অনেকটাই আলাদা। আমরা আইনগত বিষয়গুলিও একবার দেখে নেব। তারপর বিষয়টি সর্বোচ্চ মহলে জানাব। '