bengali

সোমবার প্রকাশিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

Malabika | Friday, June 2, 2017 9:35 PM IST

উচ্চমাধ্যমিকের পর এবার পালা জয়েন্ট এন্ট্রাসের ৷ সোমবার অর্থাৎ ৫ জুন প্রকাশিত হতে চলেছে চলতি বছরেরে জয়েন্টের রেজাল্ট ৷বেলা ১.৩০ মিনিটে ফল প্রকাশ হবে৷বেলা চারটে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে৷ এবার শুধু ইঞ্জিনিয়ারিং-এর ফল বেরবে৷ মেডিক্যালে এবার ছিল অভিন্ন প্রবেশিকা৷ ৩০ হাজার শূন্য আসনে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ হবে৷

এবছর রাজ্য জয়েন্টে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাই হয়েছে ৷ এবছর ২৩ এপ্রিল শুরু হয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা৷ ওই দিনই কর্তৃপক্ষ জানিয়ে দেয় পাঁচ জুন ফল প্রকাশ হবে৷ অতএব,পূর্ব নির্ধারিত দিনেই ফলপ্রকাশ হতে চলেছে জয়েন্টের৷তবে এবছরই প্রথম ফল প্রকাশের আড়াই ঘন্টা পর ওয়েবসাইটে ফল দেখা যাবে৷

আনুষ্ঠানিক ফলপ্রকাশের পরই বিকেল চারটে থেকে পড়ুয়ারা জয়েন্ট এন্ট্রান্সের সরকারি ওয়েবসাইট http://wbjeeb.nic.in-এ নিজেদের রেজাল্ট দেখতে পাবেন ৷