bengali

অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে পরিবর্তন আনতে চলেছে আইসিএসই

webdesk | Thursday, June 8, 2017 9:56 AM IST

আগামী শিক্ষাবর্ষ থেকে বাধ্যতামূলকভাবে পরিবর্তন আনা হচ্ছে সিআইএসসিই-র প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির পাঠক্রমে। আর তাতে কীভাবে রপ্ত হচ্ছে ছাত্রছাত্রীরা, তা জানতে পঞ্চম এবং অষ্টম শ্রেণিতে কেন্দ্রীয় পদ্ধতিতে মূল্যায়ন করবে তারা। সিআইএসসিই অর্থাৎ কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস আইসিএসই এবং আইএসসি পরীক্ষা নিয়ে থাকে। সেই কাউন্সিলের সিইও জেরি আরাথুন বুধবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, কাউন্সিলের তৈরি প্রশ্নপত্রে এই পরীক্ষা হবে। কিন্তু, তার সঙ্গে পাশফেলের কোনও সম্পর্ক থাকবে না। পড়ুয়াদের আলাদা করে কোনও প্রস্তুতিও নিতে হবে না। তারা যা শিখে এসেছে, তার মধ্যে থেকেই উত্তর লিখতে পারবে। সেই পরীক্ষার পরে কাউন্সিলের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হবে। তা থেকে পড়ুয়ার কোথায় খামতি রয়েছে এবং তা কীভাবে পূরণ করা যাবে, তাও উল্লেখ করা থাকবে।
উল্লেখ্য, রাজ্য সরকারের ত্রিভাষা সূত্র কার্যকর করা নিয়ে খুব একটা উৎসাহী না হলেও কেন্দ্রীয় সরকারের প্রস্তাব অনুযায়ী পাঠ্যক্রমে যোগচর্চা এবং সংস্কৃত ভাষা অন্তর্ভুক্তির বিষয়টি তারা মেনে নিয়েছে। জেরি আরাথুন জানিয়েছেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্তও এখন সংস্কৃত পড়া যাবে। ত্রিভাষা সূত্র সম্পর্কে তিনি বলেন, সেটা পড়ুয়াদের পক্ষে চাপের হয়ে যাবে। তাঁকে বলা হয়, দশম বা দ্বাদশ শ্রেণির কাউন্সিলের পরীক্ষায় এগুলি রাখা হবে না বলেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তখন আরাথুন বলেন, তাহলে অসুবিধা নেই। আসলে পাঞ্জাবে কাউন্সিলের পরীক্ষাতেও পাঞ্জাবি বাধ্যতামূলকভাবে রাখতে হয়। কিন্তু কাউন্সিলের অধীন স্কুলগুলিতে আবশ্যিকভাবে বাংলা পড়ানো নিয়ে তিনি খুব নির্দিষ্ট কোনও আশ্বাস দিতে পারেননি। সংস্কৃত বা যোগের পাশাপাশি পারফরমিং আর্টসের মতো বিষয়ও প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করছে কাউন্সিল। আইসিএসই এবং আইএসসি পর্যায়ে মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিষয়টিও ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে অন্তর্ভুক্ত করতে চলেছে তারা।