bengali

ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চালানো যাবে না স্কুলগুলিতে, জানালেন মুখ্যমন্ত্রী

webdesk | Wednesday, May 31, 2017 9:16 PM IST

ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চালানো যাবে না স্কুলগুলিতে, জানালেন মুখ্যমন্ত্রী


এবার বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর লাগাম পরাতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ বুধবার টাউন হলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠকে প্রথমেই সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ' বেসরকারি স্কুলগুলিতে ডোনেশনের নামে অনৈতিক ব্যবসা চলছে৷ এটা চলবে না৷ বহু জায়গায় অভিভাবকদের অজ্ঞাতসারে নানা ধরনের ফি চাপিয়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু মনে রাখবেন, পয়সা দিয়ে মেধার বিচার হয় না৷ স্কুলের ভর্তিতেও বাইরের চক্র কাজ করছে৷ ' বহু বেসরকারি স্কুলে যথেষ্ট সংখ্যায় শৌচালয় বা অন্যান্য ব্যবস্থা নেই বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ অবশ্য শিক্ষার প্রসারে যে রাজ্য সরকার সমস্তরকম সাহায্য ও সহযোগিতা করবে তাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আলোচনা শেষে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণের জন্য বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন মমতা৷ ফি ঠিক করতে রেগুলেটরি কমিটি গঠন করে দিল রাজ্য সরকার৷ যেখানে লা মার্টস, শ্রী শিক্ষায়তন, সেন্ট লরেন্স, হেরিটেজের মতো স্কুলের প্রতিনিধিদের সঙ্গে থাকবেন সরকারি প্রতিনিধিও৷
প্রসঙ্গত উল্লেখ্য, ৩০ মার্চ বিধানসভায় বক্তব্য রাখার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ' বেসরকারি স্কুল-কলেজের কেউ কেউ মোটা টাকা ডিমান্ড করে, ডোনেশন নেয়৷ এর একটা কন্ট্রোল থাকা জরুরি৷ ' সেদিনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি স্কুল-কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তিনি বৈঠক করবেন৷ ফলত, এদিন দুপুর দেড়টা থেকে কলকাতার টাউন হলে শুরু হয় বৈঠক৷ যেখানে ৫০টি বেসরকারি স্কুল, ৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হন৷ ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা দফতরের আধিকারিকরা৷