bengali

২০১৯ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়তে পারে

Webdesk | Tuesday, July 31, 2018 6:14 PM IST

২০১৯ সাল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য চালু হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ। সদ্য রাজ্যে আসা পঞ্চদশ অর্থ কমিশনে জমা দেওয়া দাবিপত্রে তেমনটাই ইঙ্গিত দিয়েছে রাজ্য সরকার। সেই দাবিপত্র অনুযায়ী, রাজ্য সরকারি কর্মীদের বেতন প্রথম বছরে  ২২% বাড়তে পারে। যদিও বেতন ও পেনশন একসঙ্গে ধরে রাজ্যের অর্থ দফতর প্রথম বছরে তা ১৬.৬% বাড়ানোর পরিসংখ্যান অর্থ কমিশনে জমা দিয়েছে।

অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালের ২৭ নভেম্বর রাজ্যে ষষ্ঠ বেতন কমিশন তৈরি হয়। তার মেয়াদ চলতি বছরের ২৬ নভেম্বরে শেষ হচ্ছে। প্রয়োজনে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। পঞ্চদশ অর্থ কমিশনের কাছে বর্ধিত বেতন ও পেনশনের হিসেব পেশের আগে তা বেতন কমিশনের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।