bengali

মাধ্যমিকে দশের মধ্যে রয়েছেন আটষট্টি জন পরীক্ষার্থী

Malabika | Saturday, May 27, 2017 6:30 PM IST

প্রকাশিত হল এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন সকাল ৯টায় মাধ্যমিক বোর্ডের তরফে ফলাফল প্রকাশিত হয়। এবছর নতুন পাঠ্যক্রমে পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষার মাত্র ৮৫ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে। সবমিলিয়ে পাশের হার ৮৫.৬৫ শতাংশ। এবং এবছরও কলকাতাকে টপকে ফের একবার জেলাগুলি মেধা তালিকা সহ পাশের হারে উপরে জায়গা করে নিয়েছে। মেধা তালিকার প্রথম দশে এবছর মোট ৬৮ জন ছাত্রছাত্রী রয়েছেন।

প্রথম অন্বেষা পাইন। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষায়তন হাইস্কুলের ছাত্রী অন্বেষা। প্রাপ্ত নম্বর ৬৯০।

 

যুগ্মভাবে দ্বিতীয় স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৮৯ -

মোজাম্মেল হক বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র।

অনির্বাণ খাঁড়া হুগলীর রামনগর নুটবিহারী পাল চৌধুরি হাইস্কুলের ছাত্র।

 

তৃতীয় হয়েছে দীপ্তেশ পাল। রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন স্কুলের ছাত্র। প্রাপ্ত নম্বর ৬৮৮।

 

চতুর্থ হয়েছে মোট ছ’জন। প্রাপ্ত নম্বর ৮৮৭ -

চন্দ্রাণী কর্মকার- আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি গার্লস হাইস্কুল

স্বপ্নিল মিশ্র- মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির

সায়ম কর্মকার- বাঁকুড়া জেলা স্কুল

সুবর্ণা দে- বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল

বিয়াস সরকার- বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল

মহম্মদ মাসুম আখতার- দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির

 

পঞ্চম স্থানে তিনজন। প্রাপ্ত নম্বর ৬৮৬-

সৃজা অধিকারী- দক্ষিণ দিনাজপুরের রাজীবপুর হোলি ক্রস গার্লস হাইস্কুল

শঙ্খ পাল- বীরভূমের কোটাসুর হাইস্কুল

অরিত্রকুমার মণ্ডল- যাদবপুর বিদ্যাপিঠ

 

ষষ্ঠ স্থান পেয়েছে সাতজন। প্রাপ্ত নম্বর ৬৮৫ -

ঈশিকা সাহা- কোচবিহারের দিনহাটা গার্লস হাইস্কুল

স্নেহাশিসকুমার গুপ্ত- উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

প্রতীক্ষাকান্তি মণ্ডল- বাঁকুড়া জেলা স্কুল

স্বাগতালক্ষ্মী মণ্ডল- বাঁকুড়া গার্লস হাইস্কুল

নব্যেন্দু ঘটক- হুগলীর কামারপুকুর আর কে মিশন মাল্টিপারপাস স্কুল  

শ্রমন জানা- হুগলীর চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির

সত্যম কর- যাদবপুর বিদ্যাপিঠ

 

সপ্তম স্থানে আটজন। প্রাপ্ত নম্বর ৬৮৪-

অনাতাপ মিত্র- কোচবিহার জেনকিন্স স্কুল

শতাব্দী গুহ নিয়োগী- কোচবিহার নিউ টাউন গার্লস হাইস্কুল

বাসুদেব বসাক- দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়

দীপেন্দু গড়াই- সোনামুখি বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল

রাহুল মান্না- বাঁকুড়া জেলা স্কুল

অনিন্দ্য সুন্দর শতপতি- বাঁকুড়া জেলা স্কুল

সুকান্ত কুণ্ডু- বাঁকুড়া বড়জোড়া হাইস্কুল  

যীশু পাল- বীরভূম জেলা স্কুল

 

অষ্টম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৬৮৩ -

অন্বেষা দাশ-জলপাইগুড়ির আশালতা বসু বিদ্যালয়

শোভন দেব- উত্তর দিনাজপুরের রায়গঞ্জ করোনেশন হাইস্কুল

সায়ন কুণ্ডু- বাঁকুড়া মরার সম্মিলনী হাইস্কুল

দিশা গোস্বামী- বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল

সৌম্যদীপ চক্রবর্তী- বীরভূম জেলা স্কুল

রূপকথা চাঁদ- বীরভূমের নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল

শোভন মণ্ডল- বীরভূমের কোটাসুর হাইস্কুল

সায়ন্তিকা হুই- মেদিনীপুর মিশন গার্লস স্কুল

ঋশিকা মাইতি- পূর্ব মেদিনীপুরের মঙলামারো মঙ্গলা অ্যাকাডেমি

হৃতম নাথ- কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল

মহম্মদ সায়ন সফিক- হাওড়ার দেউলগ্রাম মানকুর বক্সি হাইস্কুল

 

নবম স্থানে ১৩ জন।  প্রাপ্ত নম্বর ৬৮২ -

অয়ন মজুমদার- জলপাইগুড়ি ধুপগুড়ি হাইস্কুল

অনন্যা মণ্ডল-দক্ষিণ দিনাজপুর পতিরাম বিবেকানন্দ গার্লস হাইস্কুল

সায়ন পান-বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপিঠ হাইস্কুল

সায়ন্তন মুখার্জি- বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল

সঙ্গীতা মণ্ডল- বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল

অদৃতা দাশ- চুঁচুড়া বালিকা বাণী মন্দির

স্বস্তিক পৌরাণিক- কাঁথি মডেল ইনস্টিটিউট  

স্নেহা বর্মণ- মহিষাদল গয়েশ্বরী গার্লস হাইস্কুল

মৈনাক জানা- পূর্ব মেদিনীপুর নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যাপিঠ

ঈশিকা বিশ্বাস- হাবরা কামিনীকুমার গার্লস হাইস্কুল

দেবনাথ সরকার- অশোকনগর বয়েজ় সেকেন্ডারি স্কুল

মধুমন্তী দে- সরস্বতী বালিকা বিদ্যালয় অ্যান্ড শিল্প শিক্ষাসদন  

সৌম্যজিৎ বসাক- যাদবপুর বিদ্যাপিঠ

 

  দশম স্থানে ১৬ জন। প্রাপ্ত নম্বর ৬৮১ -

ঐশিকা সরকার- বালুরঘাট গার্লস হাইস্কুল

তথাগত মুখার্জি- বাঁকুড়া জেলা স্কুল

ঋশান্ত পাল- বাঁকুড়া জেলা স্কুল

রাকেশ দে- বীরভূমের সাঁইথিয়া টাউন হাইস্কুল

অর্ধেন্দুমৌলি ঘোষ- মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনন্সিটিউট

শেখ আফ্রিদি- বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল

কল্যাণ নন্দী-পশ্চিম মেদিনীপুর শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাইস্কুল

অনিক ভৌমিক- চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয়

সুরজিৎ সাউ- পূর্ব মেদিনীপুর মহিষাদল রাজ হাইস্কুল

ঐশিকা চক্রবর্তী- নদিয়া আড়ংঘাটা গার্লস হাইস্কুল

শুভদীপ দে- নরেন্দ্রপুর আর কে মিশন বিদ্যালয়

অয়ন মজুমদার- বারাসত পিয়ারিচরণ সরকার গভর্নমেন্ট হাইস্কুলে

দীপপ্রকাশ বোস- বরানগর আর কে মিশন আশ্রম হাইস্কুল

আবদুল মালেক খান- উত্তর ২৪ পরগনা পাইকপাড়া হাইস্কুল  

কুন্তল দাশ- হাওড়া শিবপুর বি ই কলেজ মডেল হাইস্কুল

রৌনক চন্দ্র- হাওড়া জেলা স্কুল