bengali

উচ্চমাধ্যমিকে প্রথম দশে ছেষট্টি জন

Malabika | Tuesday, May 30, 2017 8:36 PM IST

২০১৭-র উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় প্রাধান্য পেয়েছে জেলাই। তবে কলকাতার বেশ কয়েকটি একইসঙ্গে প্রথম দশের মেধাতালিকা প্রকাশ করল সংসদ ৷ মেধা তালিকায় প্রথম দশে এবার স্থান পেয়েছে ৬৬জন ৷ এর মধ্যে রয়েছে ৫৩ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী ৷ এবছরই প্রথমবার সংসদের ওয়েবসাইটে প্রতিটি জেলার মধ্যে প্রথম ছাত্র, প্রথম স্থান পাওয়া ছাত্রীর নাম বিদ্যালয়ের নাম সহ প্রকাশ করা হল বলে জানালেন সংসদ সভাপতি ৷

বছর মাধ্যমিকের মেধাতালিকায় হুগলি জেলার জয়জয়কার ৷ উচ্চমাধ্যমিকে গোটা রাজ্যে শীর্ষে অর্চিষ্মাণ পানিগ্রাহী ৷ হুগলি কলেজিয়েট স্কুলের এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ ৷  দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীরামকৃষ্ণ আশ্রমের পড়ুয়া মায়াঙ্কু চট্টোপাধ্যায় ৷ তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৪ শতাংশ ৷ মায়াঙ্কুর সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে নরেন্দ্র রামকৃষ্ণ মিশনের ছাত্র উপমুন্য চক্রবর্তী ৷ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে সুরজিৎ লোহার ও আরামবাগের শুভম সিংহ ৷ বাঁকুড়া জেলা স্কুলের সুরজিৎ ও আরামবাগ হাইস্কুলের ছাত্র শুভমের প্রাপ্ত নম্বর ৯৭.৮% ৷

এবারের মেধা তালিকায় প্রথম দশে মোট রয়েছে ৬৬ জন। তার মধ্যে ৫৩ জন ছেলে ও ১৩ জন মেয়ে। এক নজরে দেখে নেওয়া যাক মেধা তালিকায় স্থান পাওয়া ৬৬ জন ছাত্র ছাত্রীর নাম ও নম্বর-

রথম--

অর্চিষ্মান পানিগ্রাহী, প্রথম, হুগলি কলেজিয়েট স্কুল

দ্বিতীয়--

মায়াঙ্ক চট্টোপাধ্যায়, দ্বিতীয়, মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়

উপমন্যু চক্রবর্তী, দ্বিতীয়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

তৃতীয়--

শুভম সিনহা, তৃতীয় , আরামবাগ হাইস্কুল

সুরজিৎ লোহার, তৃতীয় , বাঁকুড়া জেলা স্কুল

চতুর্থ--

চিন্ময় অধিকারী, চতুর্থ, ময়নাগুড়ি হাইস্কুল,

আদর্শ আগরওয়াল, চতুর্থ, শ্রীজয়েন বিদ্যালয়

পঞ্চম--

হিরণ্ময় চট্টোপাধ্যায়, পঞ্চম, ময়নাগুড়ি হাইস্কুল

সৌমিক দত্ত, পঞ্চম, উষাগ্রাম বয়েজ হাইস্কুল

রোহিত কুমার, পঞ্চম, আসানসোল ওল্ড শেসন হাইস্কুল

শুভদীপ সিংহ মহাপাত্র, পঞ্চম , বাঁকুড়া জেলা স্কুল

ষষ্ঠ--

ম‍ঞ্জিষ্ঠা সাহা, মেয়েদের মধ্যে প্রথম, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল

ধ্রুবজ্যোতি সেন, ষষ্ঠ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

সপ্তম--

সুজয় মল্লিক, সপ্তম, ময়নাগুড়ি সুভাষনগর হাইস্কুল,

রণদীপ কর মাহাত, সপ্তম, রায়গঞ্জ কারনেশন হাইস্কুল

রৌণক চক্রবর্তী, সপ্তম, গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন, মুর্শিদাবাদ

অরণ্য দত্ত, সপ্তম, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন

সায়নপ্রভ সাহা, সপ্তম, ডায়মন্ডহারবার হাইস্কুল

সুপ্রকাশ পাল, সপ্তম, দমদম কিশোরভারতী হাইস্কুল

ঋত্বিক বিশ্বাস, সপ্তম, মধ্যমগ্রাম হাই স্কুল

অষ্টম--

দেবাশিস সাহা, অষ্টম, তুফানগঞ্জ এনএমএন হাইস্কুল

কৌশিক দাস, অষ্টম, কোচবিহার রামভোলা হাইস্কুল

অর্ঘ্য পাণ্ডে, অষ্টম, পুরুলিয়া জেলা স্কুল

নৌরিন হাসান, অষ্টম, পূর্ব মেদিনীপুর কন্টাই হিন্দু গার্লস হাইস্কুল

অর্চিষ্মান ভট্টাচার্য, অষ্টম, তমলুক হ্যামিলটন হাইস্কুল

বৈদুর্য নায়েক, অষ্টম, তমলুক হ্যামিলটন হাইস্কুল

সৌম্যদীপ মণ্ডল, অষ্টম, রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর

সুপ্রতীম কুণ্ডু, অষ্টম, সেন্ট লরেন্স হাইস্কুল

ঋত মুখোপাধ্যায়, অষ্টম, নবনালন্দা হাইস্কুল

অলিপ্রিয়া দাস, অষ্টম, টাকি হাউজ মালটিপারপাজ গার্লস হাই স্কুল

সায়ন মল্লিক, অষ্টম, রামকৃষ্ণ মিশন বয়েজ

নবম--

অভীক সরকার, নবম, জেনকিন স্কুল, কোচবিহার

দেবমাল্য সরকার, নবম, জেনকিন স্কুল, কোচবিহার

শুভদীপ রায়, নবম, জেনকিন স্কুল, কোচবিহার

ঋদ্ধিমান সাহা, নবম জেনকিন স্কুল, কোচবিহার

অনন্যা নিমো, নবম, বেঙ্গল হাই স্কুল, হুগলি

দিব্যদীপ চট্টোপাধ্যায়, নবম, উত্তরপাড়া গর্ভ হাই স্কুল

পিনাকী চট্টোপাধ্যায়, নবম, কেন্দুয়াডিহি হাইস্কুল, বাঁকুড়া

শুভজিত মণ্ডল, নবম, বাঁকুড়া জেলা স্কুল

দেবজ্যোতি গঙ্গোপাধ্যায়, নবম, বাঁকুড়া জেলা স্কুল

অঙ্কিতা শিট, নবম, বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুল

সায়ন্তী কুণ্ডু, নবম, সোনামুখী বিডিও হাইস্কুল

মানবেন্দ্র দাস, নবম, নিউ ালিপুর মালটিপারপাজ হাইস্কুল

আস্থা তুলসিয়ান, নবম, বিদ্যাভারতী গার্লস হাইস্কুল

তৃষা চট্টোপাধ্যায়, নবম, বেলুড় হাই স্কুল

দশম--

কাজি দিলরুবা খানাম, দশম, মুরলীগ‍ঞ্জ হাই স্কুল

কুশল মোদক, দশম, রায়গঞ্জ কারনেশন হাই স্কুল

জয়শ্রী নন্দী, দশম, রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশন

সৌরিশ বন্দ্যোপাধ্যায়, দশম, বীরভূম জেলা স্কুল

বৈষ্ণ বিশ্বাস, দশম, সাউথ পয়েন্ট হাই স্কুল

কুহু ঘোষ, দশম, টাকি হাউজ মালটিপারপাজ গার্লস হাই স্কুল

ইমন বর্মন, দশম, হাওড়া জেলা স্কুল

সৌমিক দাস, দশম, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল