bengali

৪ সেপ্টেম্বর বিভিন্ন দাবি নিয়ে পার্শ্বশিক্ষকদের সমাবেশ

webdesk | Friday, September 1, 2017 7:30 PM IST

আগামী ৪ সেপ্টেম্বর পার্শ্বশিক্ষকদের সমাবেশ হতে চলেছে। বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা। আগামী ৪ সেপ্টেম্বর পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে প্রথমে রানি রাসমণি রোডে সমাবেশ করা হবে। পরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করবেন শিক্ষকরা। 
সংগঠনের দাবি, সঠিক বেতন প্রদান, সিসিএল এবং পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্যসাথি প্রকল্পের অন্তর্ভুক্ত করা, মৃত পার্শ্বশিক্ষকদের পোষ্যের চাকরি ও অলচিকি ভাষার পার্শ্বশিক্ষকদের ডিএড ট্রেনিং চালু ইত্যাদি। সংগঠনের আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, আমাদের ৪ তারিখের কর্মসূচি সরকার বিরোধী নয়। আমরা আমাদের সমাবেশের মাধ্যমে পার্শ্বশিক্ষকদের দাবিদাওয়া মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে চাই।