চাকরিপ্রার্থীদের কাছে সুখবর, অপেক্ষার অবসান ঘটবে নববর্ষেই, একাদশ-দ্বাদশ শ্রেনীর পর এবার নবম-দশম শ্রেনীর নিয়োগের খবর প্রকাশ করল রাজ্য সরকার,অবশেষ্ বাধা-জটিলতা কাটিয়ে নতুন বছরে জানুয়ারির প্রথমেই প্রকাশিত হবে শিক্ষক নিয়োগের প্যানেল ।
পর্ষদ সূত্রে জানা গিয়েছে, নবম ও দশম স্তরে ১২ হাজার শূন্যপদ রয়েছে। চলতি মাসেই ইন্টারভিউ শেষ হয়েছে তাই এবার শুরু হবে প্যালেব তৈরির প্রক্রিয়া, তবে নিয়োগের জন্য আদালতের নির্দেশের অপেক্ষায় থাকতে হবে। সেই আইনি জটিলতাও শীঘ্রই মিয়ে যাবে বলে মনে করছে পর্ষদ। নভেম্বরেই উচ্চমাধ্যমিকের শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। একইসঙ্গে মাধ্যমিকের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার তাও নিশ্চিত করল পর্ষদ। তবে নির্বাচিত প্রার্থীদের চুড়ান্ত প্রকাশিত হলেও আপাতত নিয়োগ করা হবে না বলে খবর। শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণভাবে আদালতের রায়ের উপরেই নির্ভরশীল ৷