bengali

রাত ১১টা নাগাদ বিক্ষোভ তুলে নেন জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ছাত্রছাত্রীরা

webdesk | Thursday, August 24, 2017 9:23 PM IST

কলেজে ছাত্র সংসদ বন্ধ করা নিয়ে গতকাল বিকেলে বিজ্ঞপ্তি জারি করে কলেজ কর্তৃপক্ষ। এরপর থেকে বিক্ষোভ শুরু করেন কলেজের ছাত্রছাত্রীরা। ছাত্র বিক্ষোভের জেরে আটকে পড়েন কলেজের অধ্যক্ষ থেকে শুরু করে অন্য শিক্ষকরা।রাত ১১টা নাগাদ বিক্ষোভ তুলে নেন জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ছাত্রছাত্রীরা,কলেজে ছাত্র সংগঠন রাখা যাবে না, সেই নোটিস ঘিরে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা। কলেজের প্রিন্সিপালকে ঘেরাও করে দেখানো হয় বিক্ষোভ। নোটিস প্রত্যাহারের দাবিতে এখনও বিক্ষোভ চলছে ওই কলেজে। অবিলম্বে ওই নোটিস বাতিলের দাবিতে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নেমেছেন ছাত্রছাত্রীরা।ছাত্রদের দাবি, শুক্রবারের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পুলিস ও প্রশাসনের কর্তারা

কলেজের পক্ষ থেকে যে নোটিস দেওয়া হয়েছে তা কোনওভাবেই মেনে নিতে পারছে না তাঁরা। সবথেকে বড় কথা বারবার চাওয়ার পরেও এই নির্দেশিকার সরকারি কোনও কাগজ দেখাতে পারেননি অধ্যেক্ষ। তিনি শুধু জানিয়ে দেন, ওই মিটিংয়ে মৌখিকভাবে তাঁদের ছাত্র সংসদের বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু, সরকারিভাবে লিখিত নির্দেশ ছাড়া এভাবে ছাত্র সংসদ ভেঙে দেওয়ার নোটিস দেওয়া যায় কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। শুরু হয় বিক্ষোভ।