university

জেইএসটি 2017 আবেদন সময়সীমা বাড়ানো হল

Fazil Ahamed N | Saturday, December 17, 2016 6:50 PM IST

দ্য জয়েন্ট এন্ট্রাস টেস্ট (জেইএসটি)2017,-র সময়সীমা 10 দিন বাড়ানো হল।প্রার্থীরা  26-শে ডিসেম্বর পর্যন্ত https://www.jest.org.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।পরীক্ষা হবে 2017-র 19-শে ফেব্রুয়ারী।
শিক্ষাগত যোগ্যতা    
পিএইচডি প্রোগ্রাম(ফিজিক্স)
ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীরা অবশ্যই যেকোনো বিশ্ববিদ্যালয়  থেকে মাষ্টার ডিগ্রি পাশ হতে হবে।এছাড়াও নিম্নের বিষয় গুলি থাকা বাঞ্ছনীয়
1.    আইআইএ-র জন্য গনিত / অ্যাপ্লায়েড ফিজিক্স / অ্যাপ্লায়েড গনিত /অপটিক অ্যান্ড ফটোনিক্স /ইন্সট্রুমেনটেশন /ইলেকট্রনিক্স-এ মাষ্টার ডিগ্রি
2.    বিই ও বিটেক ডিগ্রি আইআইএসসি,আইএমসি-র  ক্ষেত্রে  প্রযোজ্য হবে
3.    আইইউসিএএ-র জন্য ফিজিক্স /ইলেকট্রনিক্স /অ্যাপ্লায়েড গনিতে মাষ্টার ডিগ্রি গ্রাহ্য হবে
4.    এসএনবিএনসিবিএস-এর জন্য ফিজিক্স,কেমেষ্ট্রি,অ্যাপ্লায়েড গনিত,বায়োফিজিক্স,ও বায়োকেমেষ্ট্রি থাকলেই চলবে
5.    টিআইএফআর-এর জন্য বিটেক ডিগ্রি লাগবে
6.    এমই বা এমটেক বাধ্যতামূলক এনআইএসইআর এর ক্ষেত্রে

For more details, all the candidates need to check the official notification available at
 আবেদনের নিয়মাবলী
https://www.jest.org.in/ ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে

পরীক্ষা কেন্দ্র

Ahmedabad    Chandigarh    Jaipur    Nagpur
Aligarh    Chennai    Kanpur    Nainital
Allahabad    Delhi    Kharagpur    Patna
Bardhaman    Goa    Kochi    Pune
Bhopal    Guwhati    Kolkata    Raipur
Bhubaneswar    Hyderabad    Madurai    Roorkee
Bangalore    Indore    Mumbai    Sambalpur
Silchar    Siliguri    Srinagar    Trivandrum
Udaipur    Vishakhapatnam