bengali

শিক্ষক দিবসে বিশ্বভারতীতে ‘লুঙ্গি ডান্স’, সাথে নাচও! নাচলেন অধ্যাপকেরাও!

Webdesk | Thursday, September 13, 2018 9:33 PM IST

শিক্ষক দিবসে বিশ্বভারতীতে ‘লুঙ্গি ডান্স’, সাথে নাচও! নাচলেন অধ্যাপকেরাও!

শিক্ষক দিবসে 'লুঙ্গি ডান্স' গানের তালে হচ্ছে নাচ! তাও আবার বিশ্বভারতীতে! শুধু ছাত্রছাত্রীরাই নয়, নাচছেন অধ্যাপকরাও! ঘটনাটি জানাজানি হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও-র মাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিওটি। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন কি বলছেন এই বিষয়ে? তিনি বলেন, নাচ-গান নয়, পড়ুয়াদের সঙ্গে মিউজিক্যাল চেয়ার খেলছিলেন শিক্ষকেরা।

বোলপুরের শান্তিনিকেতন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরু। আর সেখানে এই ঘটনা অবাক করেছে সকলকে। 

জানা গিয়েছে, শিক্ষক দিবসের দিন সংগীত ভবনে একটি অনুষ্ঠানে আয়োজন করেছিলেন পড়ুয়ারা। অনুষ্ঠানে শামিল হন ভবনের অধ্যক্ষ-সহ অধ্যাপকরা। কিন্তু, সেই অনুষ্ঠানে 'লুঙ্গি ডান্স' গানের তালে নাচছেন পড়ুয়া ও অধ্যাপকেরা। সোশ্যাল মিডিয়ায় নাচের ভিডিও ছড়িয়ে পড়ে শোরগোল পড়ে গিয়েছে।