bengali

উপাচার্যে চিঠির পরেও জট অব্যাহত, বৃহত্তর আন্দলনের পথে এগোচ্ছে আন্দলনকারীরা

Webdesk | Sunday, July 8, 2018 6:43 PM IST

উপাচার্যে চিঠির পরেও জট অব্যাহত, বৃহত্তর আন্দলনের পথে এগোচ্ছে আন্দলনকারীরা

উপাচার্য সুরঞ্জন দাসের চিঠিতেও খুলল না যাদবপুর বিশ্ববিদ্যালেয়র জট। পড়ুয়ারা আন্দোলন আরও জোরদার করার রাস্তাতেই হাঁটল। ফলে পড়ুয়াদের অনশন আরও তীব্র আকার নিতে শুরু করল। যতক্ষণ না প্রবেশিকা রদের সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে, ততক্ষণ এই আন্দোলন চলবে বলে জানিয়ে দিলেন পড়ুয়ারা।

গতকাল অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে আন্দোলনকারীদের চিঠি দেন উপাচার্য ৷ তবে সেই চিঠিতে অবশ্য চিঁড়ে ভেজেনি ৷ দাবিপূরণ না হলে অনশন প্রত্যাহার নয়, পাল্টা চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা ৷

 

পড়ুয়াদের দাবি, যেভাবে প্রতিনিয়ত সরকারি হস্তক্ষেপ আসছে ৷ তা মেনে নিচ্ছে কর্তৃপক্ষ ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বাধিকার রয়েছে ৷ সমস্ত ক্ষেত্রে সরকারের দাবি মেনে নেওয়া একেবারেই ঠিক নয় বলে দাবি করলেন আন্দোলনকারীরা ৷ অন্যদিকে, ৩ জুলাই থেকে ৬ জুলাই অ্যাডমিশন টেস্ট নেওয়ার কথা ছিল। ৯ জুন সেই নোটিসও বেরিয়েছিল। কিন্তু, সোমবার আচমকা সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এখনই আন্দোলনের পথ থেকে সরছেন না বলে জানিয়েছেন বিক্ষোভরত পড়ুয়াদের নেতা দেবরাজ দেবনাথ। তিনি বলেন, 'উপাচার্য আমাদের পিতৃসুলভ ভাবে আবেদন জানিয়েছেন অনশন তুলে নেওয়ার জন্য। কিন্ত আমাদের বক্তব্য হচ্ছে, ওঁর সঙ্গে আমাদের কোনও ব্যক্তিগত বিরোধ নেই। আর আমরা তো আর এখানে বিনা কারণে বসে নেই।'