bengali

এবারে মাধ্যমিক পরীক্ষায় থাকছে সাঁওতালি ভাষা

Webdesk | Saturday, March 10, 2018 5:59 PM IST

এবারে মাধ্যমিক পরীক্ষায় থাকছে সাঁওতালি ভাষা

মাঝে একটা দিন পরে জীবনের বড়ো পরীক্ষা মাধ্যমিক শুরু হচ্ছে, সকল পরীক্ষার্থীদের ভালো পরীক্ষা দেওয়ার শুভ কামনা জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।

প্রশ্নপত্র ফাঁস বা অসন্তোষ যাতে না জন্মায় তা নিয়ে সতর্ক করা হয়েছে, একই সঙ্গে  পছন্দসই প্রশ্নপত্র না হলেই আক্রোশ-অসন্তোষ উগরে দেওয়া পরীক্ষার্থীদের দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কখনও কখনও সেই আক্রোশ থেকে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরও করেন তারা। গত কয়েক বছর ধরে মাধ্যমিক পরীক্ষা ঘিরে এরাজ্যে তেমন ঘটনা না ঘটলেও এমন অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে সতর্ক মাধ্যমিক শিক্ষা পর্ষদ।একইসঙ্গে দৃষ্টিহীন ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য পরীক্ষাকেন্দ্রে থাকছে বিশেষ ব্যবস্থা। একইসঙ্গে এবছর একটি 'নতুন মাধ্যমিক' পরীক্ষা হবে বলেও জানিয়েছেন পর্ষদ সভাপতি।

এছাড়াও মাধ্যমিকে যোগ হতে চলেছে সাঁওতালি ভাষা, ৩৭টি স্কুলের মোট ৮৩২ জন পরীক্ষার্থী অলচিকি লিপিতে এবছর পরীক্ষা দেবে।