bengali

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট নেবেন না শচীন তেণ্ডুলকর

Webdesk | Wednesday, September 19, 2018 9:24 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট নেবেন না শচীন তেণ্ডুলকর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডি লিট নেবেন না ক্রিকেটার শচীন তেণ্ডুলকর। জানা গিয়েছে, নীতিগত কারণে এই সাম্মানিক ডি লিট নিতে চান না শচীন। ডিসেম্বরেই সমাবর্তন অনুষ্ঠান, তার আগে আজ বিশ্ববিদ্যালয়ে ডি লিট প্রাপকদের তালিকা তৈরি করার বিষয়ে একটি আলোচনা বসে, সেখানেই জানানো হয় প্রাথমিকভাবে শচীনকে ডি লিটের বিষয়টি জানানো হয়েছিল কিন্তু তারপর শচীনের তরফে একটি ইমেল করে জানিয়ে দেওয়া হয়েছে তিনি নীতিগত কারণে সাম্মানিক ডি লিট নেবেন না। শচীনই প্রথম নন, ভারতীয় ক্রিকেট দলের আরেক নির্ভরযোগ্য প্রাক্তন সদস্য রাহুল দ্রাবিড়ও সাম্মানিক ডি লিট নিতে অস্বীকার করেছিলেন। 

এই প্রেক্ষিতে ডি লিট তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যুক্ত করেছে অলিম্পিক পদকজয়ী মেরি কমের নাম। তাঁর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে শোনা যাচ্ছে। এছাড়াও এবছর অর্থনীতিবিদ কৌশিক বসু ও বন্ধন ব্যাঙ্কের প্রধান চন্দ্রশেখর ঘোষকে ডি লিট দেওয়া হবে বলে জানা গিয়েছে।