bengali

শিক্ষামন্ত্রীর নির্দেশে সাসপেন্ড করা হল দাড়ভিট হাইস্কুলের প্রধানশিক্ষ ও সহকারী শিক্ষককে

Webdesk | Friday, November 2, 2018 6:18 PM IST

শেষপর্যন্ত উত্তর দিনাজপুরের দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক অভিজিৎ কুণ্ডু ও সহকারী প্রধানশিক্ষককে নুরুল হুদাকে শোকজ করা হল। শিক্ষক দফতর নোটিশ জারি করে জানিয়ে দিয়েছে, শুধু দুই শিক্ষককেই শোকজ করা হচ্ছে না, বিদ্যালয় পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। নিয়েগ করা হচ্ছে প্রশাসক। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান সে কথা।গতকাল প্রধান শিক্ষক অভিজিৎ কুণ্ডু এবং সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদাকে ডেকে পাঠানো হয় বিকাশ ভবনে। তাঁদের কাছে ঘটনার কারণ জানতে চাওয়া হয়। কিন্তু, স্কুল শিক্ষা দপ্তর তাঁদের উত্তরে সন্তুষ্ট হতে পারেনি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষককে ডেকে পাঠিয়েছিলাম। ঘটনার কারণ জানতে চাওয়া হয় তাঁদের কাছে। কিন্তু তাঁদের উত্তরে দপ্তর একেবারেই সন্তুষ্ট নয়। তাই  তাঁদের শোকজ় এবং সাসপেন্ড করা হল।' 

 


পার্থবাবু আরও বলেন, “স্কুলের পরিচালন সমিতির মেয়াদ তিন বছর হল উত্তীর্ণ হয়ে গেছে। তারপরও নতুন কমিটি তৈরি হয়নি। সেই কারণে স্থানীয় SDO-কে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কমিটি তৈরি হওয়া পর্যন্ত কমিটি চালাবেন তিনি।' দাড়িভিট উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির মেয়াদ নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গিয়েছে৷ তারপরেও কাজ চালিয়ে যাচ্ছিলেন কমিটির সদস্যরা৷ মাঝে ঘটে যায় মর্মান্তিক ঘটনা৷ দুই শিক্ষককে সাসপেন্ডের পাশাপাশি এদিন শিক্ষা দফতরের তরফে দাড়িভিট স্কুলের পরিচালন কমিটিও ভেঙে দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ সুষ্ঠুভাবে কাজ চালাতে নিয়োগ করা হচ্ছে প্রশাসক৷

অঙ্ক ও বিজ্ঞানের শিক্ষকের বদলে দাড়িভিট উচ্চ বিদ্যালয় নিয়োগ করা হয় কলা বিভাগের শিক্ষক৷ বার বার বলেও সমস্যার সুরাহা হয়নি৷ প্রতিবাদে স্কুলে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা৷ ২০শে অগাষ্টের সেই আন্দোলনেই আচমকা গুলি চলে পুলিশের উপস্থিতিতে৷ নিহত হয় দুই ছাত্র৷ পুলিশ গুলি চালায় বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের৷