bengali

রাজ্যের সমস্ত স্কুলগুলিতে সাইকোলজিস্ট নিয়োগের প্রস্তাব

Webdesk | Tuesday, February 6, 2018 10:00 AM IST

রাজ্যের সমস্ত স্কুলগুলিতে সাইকোলজিস্ট নিয়োগের প্রস্তাব

পৃথিবীর উন্নত দেশগুলির সঙ্গে পাল্লা দিতে এবার রাজ্যে সমস্ত স্কুলে সাইকোলজিস্ট নিয়োগ করবে রাজ্য সরকার, জার্মান সহ বেশ কয়েকটি দেশে সমস্ত স্কুলে সাইকোলজিস্ট থাকায় সেখানকার পড়াশুনার মান অনেক উন্নত বলেই মনে করছেন জার্মানির গোর্টিংয়ের ইন্টারন্যাশনাল স্কুল সাইকোলজিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র স্কুল সাইকোলজিস্ট ড. এরিকা ই ভোগট৷

সোমবার বর্ধমানের কলেজ অব এডুকেশনে ‘স্টুডেন্টস কাউন্সেলি ইন দ্য গ্লোবাল পারস্পেকটিভ’ শীর্ষক সেমিনারে যোগ দিতে আসেন তিনি৷ সেমিনারের উদ্বোধন করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ড. ষোড়শী মোহন দাঁ৷ অধ্যাপক বনবিহারী মুখোপাধ্যায় এদিন রাজ্যে সাইকোলজি নিয়োগের ব্যাপারে সমর্থন জানিয়ে বলেছেন প্রতিটি স্কুলে সাইকোলজিস্ট নিয়োগের জন্য আগে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে, বিভিন্ন দেশে ঘোরার সময় সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে তিনি দেখেছেন সমাজজীবনের ওপর সাইকোলজির প্রভাব রয়েছে, ভারতের মতো দেশে সমস্ত স্কুলে যদি সাইকোলজিস্ট নিয়োগ করা যায় তবে শিক্ষার মান অনেক উন্নত হবে, একই সঙ্গে দেশের মুখও উজ্বল হবে