bengali

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রায় দুশোর বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসা নিয়ে বিপাকে

Malabika | Wednesday, June 14, 2017 9:28 AM IST

যথেষ্ট  পরিমানে উপস্থিতি না থাকার কারনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের ২০০-র ও বেশি ছাত্রছাত্রী বিপাকে পড়েছেন৷ বিপাকে পরে রীতিমত ফেসবুক স্টেটাস দিয়ে পরীক্ষায় বসার উদ্দোগ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পঁচাত্তর শতাংশ উপস্থিতি আবশ্যিক,কিন্তু সেই নিয়মকে মানেনি বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট শাখার বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রছাত্রীদের  দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের অনেক পড়ুয়ারা,তাঁদের অনুপস্থিতির সংখ্যা অনেক কম অন্যান্যদের তুলনায়,এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ বহুদিন ধরেই কড়াকড়ি করার চেষ্টা করছে৷ কিছু ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়াও হয়েছে৷ ক্লাসে উপস্থিতির হারে কড়াকড়ি করা হয়েছে৷ এর ফলে বিপাকে পরেছে ছাত্র ছাত্রীরা৷ যদিও এই বিষয়ে টিএমসিপি ছাত্র পরিষদের আলচনায় বসার কথা হয়েছে

তবে এবিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের কলেজস্ট্রিট ক্যাম্পাসের সদস্য তথা বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের পড়ুয়া হিমাদ্রী পাত্র ফেসবুকে পোস্ট করে ছাত্রছাত্রীদের জোর করে পরীক্ষায় বসার জন্য সংগঠিত করার চেষ্টা করেছে,যদিও তিনি বলেছেন,মানছি এই আবেদন বেআইনি,তবুও ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত৷ যদিও হিমাদ্রিকে তাদের সংগঠনের কেউ নয় বলেই দাবি তৃণমূল ছাত্র পরিষদের বরং তাদের পাল্টা যুক্তি বঙ্গ ভাষা ও সাহিত্য বিভাগের ছাত্রছাত্রীরা সংগঠিত হয়ে পরীক্ষায় বসার দাবিতে সরব হয়েছে৷

Loading...