bengali

জেক্সপো ও ভোকলেট পরীক্ষার ফলপ্রকাশ হলো

Webdesk | Saturday, June 2, 2018 11:58 AM IST

জেক্সপো ও ভোকলেট পরীক্ষার ফলপ্রকাশ হলো

শুক্রবার প্রকাশিত হয়েছে জেক্সপো ও ভোকলেটের ফলাফল। পলিটেকনিক কোর্স ও ইঞ্জিনিয়ারিং-এর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা দিতে হয়। প্রায় ৩৫ হাজার জেক্সপো ও ৫৭০০ ভোকলেট আসন পূর্ণ করতে চয়েস ফিলিং ও কাউন্সেলিং পর্ব শুরু হবে ১৪ জুন থেকে। এবছর জেক্সপো পরীক্ষায় বসেছিলেন ৬৬,১৫২ জন। তার মধ্যে ৬৫,৯১৩ জনকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। পরীক্ষা হয়েছিল ২২০ মে।

অন্যদিকে, ভোকলেট পরীক্ষা হয়েছিল ২৭ মে। পরীক্ষা দিয়েছিলেন ১০,৯৯৭ জন। ফল প্রকাশ হলো ৫ দিনে। উল্লেখ্য, কাউন্সেলিং-এর আগে পড়ুয়ারা চাইলে প্রি-কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবেন।