bengali

প্রকাশিত হতে চলেছে গ্রুপ ডির ফল

Webdesk | Thursday, May 31, 2018 11:04 PM IST

প্রকাশিত হতে চলেছে গ্রুপ ডির ফল

রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউয়ের ফলাফল শিগগিরই। জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা। গ্রুপ ডি পদে সবমিলিয়ে ৬০ হাজার শূন্যপদ পূরণ হবে। প্রথম দফায় ৬০০০ শূন্যপদ পূরণ হবে বলে নবান্ন সূত্রে খবর। পশ্চিমবঙ্গ গ্রুপ ডি-র লিখিত পরীক্ষা হয়েছিল গত বছরের মে মাসে ৷ ২০ মে হয়েছিল এই পরীক্ষা ৷ এর পাঁচ মাস পরে হয়েছিল ইন্টারভিউ ৷ ১৬ অক্টোবর হয়েছিল মৌখিক পরীক্ষা ৷ তারপরেও কেটে গিয়েছে সাত মাস ৷ অবশেষে গ্রুপ ডি-র ফলপ্রকাশ নিয়ে মুখ খুলল বোর্ড ৷

প্রথম দফায় গ্রুপ ডি পদে ছয় হাজার লোক নিয়োগ করা হবে ৷ ইন্টারভিউয়ের রেজ়াল্ট আউট হবে জুন মাসেই।