bengali

গ্রুপ-ডি-র পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ

webdesk | Saturday, May 20, 2017 6:34 PM IST

আজ ছিল রাজ্য সরকারের গ্রুপ ডি পরীক্ষা। পরিক্ষার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মত। পরীক্ষা দিতে গতকাল রাত থেকেই হাওড়া,শিয়ালদহ স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মত। এক সঙ্গে পঁচিশ লক্ষ পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরাও ছিলেন।
মাত্র ছ হাজার শূন্য পদ। প্রার্থী সংখ্যা পঁচিশ লাখ। বিহার , উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকেও এসেছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী । কিন্তু এদিন পরীক্ষা শুরু হওয়ার পরই ঘটে গেল এক ঘটনা। পরীক্ষার প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গেছে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই দুই মেদিনীপুরে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে৷ তবে এই অভিযোগকে মানতে নারাজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ প্রশ্নফাঁসের অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ এই বিষয়ে তাঁর মন্তব্য, ' পরীক্ষা হলেই বিরোধীরা এসব রটায় ৷ ৬ হাজার পদে ২৫লক্ষ পরীক্ষার্থী ৷ ভিনরাজ্য থেকে আসছেন পরীক্ষার্থীরা ৷ রাজ্যে কাজের পরিবেশ রয়েছে, এটাই বোঝাচ্ছে ৷ ' এর পাশাপাশি বামফ্রন্টকে কটাক্ষ করে তিনি আও বলেন, ' ৩৪ বছরে ওরা কিছুই করেনি ৷ চাকরি যাতে না হয় তাতে অতি সক্রিয় সিপিএম ৷ ৩৪ বছর ধরে চাকরি দেয়নি ৷ মমতা যখন লাখ লাখ চাকরি দিচ্ছেন ৷ তখন বিরোধিতায় একটা চক্র কাজ করছে ৷ '