bengali

মাধ্যমিকের ফল প্রকাশের সাথে সাথেই বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়া শুরু

Webdesk | Thursday, June 7, 2018 6:39 PM IST

মাধ্যমিকের ফল প্রকাশের সাথে সাথেই বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তির ফর্ম দেওয়া শুরু

মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে গতকাল ৬ জুন। এরপর প্রায় সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার ফল প্রকাশের দিন থেকেই অনেক স্কুল ভর্তির ফর্ম দিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। কয়েকটি স্কুল ভর্তির নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে দিয়ে দিয়েছে। 

এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার কোন কোন স্কুলে ভর্তির ফর্ম দেওয়া হচ্ছে। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে আজ বৃহস্পতিবার থেকে, চেতলা গার্লস স্কুলে গতকাল বুধবার থেকে, স্কটিশ চার্চ কলেজেও বুধবার থেকে, বাগমারি মানিকতলা সরকারি স্পনসর্ড হাই স্কুলে বৃহস্পতিবার শুরু করে তিন দিন ফর্ম দেওয়া হবে। ড. শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশনে বৃহস্পতিবার ফর্ম দেওয়া শুরু হয়েছে। পাঠভবন স্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল দেখে ইতিমধ্যে প্রায় ৭০ শতাংশ পড়ুয়া ভর্তি নেওয়া হয়েছে। বৃহস্পতি, শুক্র ও শনিবার ভর্তি চলবে। ৯০ শতাংশের বেশি নম্বর পেলে এখানে সরাসরি ভর্তি নেওয়া হবে। নবনালন্দা হাইস্কুলে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ফল অনুযায়ী বেশিরভাগ আসনে ভর্তি নেওয়া হয়েছে। বাকি আসনে সরাসরি নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে সরকারি নিয়ম অনুযায়ী ভর্তি নেওয়া হবে। ভর্তির নিয়ম সংক্রান্ত স্কুলশিক্ষা দপ্তরের দেওয়া বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।