bengali

পুজোর আগে বেতন বাড়ছে সিভিক ভলেন্টিয়ারদের

Webdesk | Wednesday, September 12, 2018 6:02 PM IST

পুজোর আগে বেতন বাড়ছে সিভিক ভলেন্টিয়ারদের

সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর, কারণ এবার থেকে বেতন বাড়তে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের, এবার প্রত্যেক সিভিক ভলান্টিয়ার মাসে ৮০০০ টাকা করে বেতন পাবেন। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন রাজ্যের সিভিক পুলিশরা ৷ বঙ্গবিভূষণের পুরস্কার মঞ্চ থেকেই এর আগে বেতন বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এর আগে রাজ্যের আনুমানিক ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারদের ৬০ বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু চাকরির নিরাপত্তা নয়, সিভিক ভলান্টিয়ারদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার প্রদত্ত স্বাস্থ্যবীমার আওতায় আনার কথাও ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী ৷

 

নজরুল মঞ্চের ওই অনুষ্ঠানে দাঁড়িয়ে ‘ভাল’ কাজের স্বীকৃতি হিসাবে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়িয়ে দেন তিনি।  পুজোর আগেই এই ঘোষণায় স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া সিভিক ভলান্টিয়ারদের মধ্যে।