bengali

মহাদেশীয় ব়্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়ল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

Webdesk | Thursday, February 8, 2018 11:37 AM IST

মহাদেশীয় ব়্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে পড়ল কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়

মহাদেশীয় ব়্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় এবছর অনেকটা পিছিয়ে পড়ল কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ লাগাতার ছাত্র বিক্ষোভের জেরে পাবলিক পারসেপশন বিভাগে বেশ কয়েক ধাপ নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ টাইমস হায়ার এডুকেশন (টিএইচই ) ব়্যাঙ্কিংয়ে এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ১২৭ তম স্থানে পৌছলো যাদবপুর বিশ্ববিদ্যালয়৷

যেখানে গত বছর যাদবপুর যেখানে ১০০-১১০ বন্ধনীর মধ্যে ছিল, এবার সেখানে তার স্থান নেমে গিয়েছে ১২৭-এ৷ আর কলকাতা বিশ্ববিদ্যালয় ১৯১-২০০ থেকে ছিটকে ২০১ থেকে ২৫০-য় জায়গা পেয়েছে৷ যাদবপুরের সামনে শুধুমাত্র রাজ্য সরকারি প্রতিষ্ঠান হিসেবে রয়েছে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়৷ এছাড়াও রয়েছে আইআইএসসি এবং আইআইটিগুলি৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তেজপুরও যাদবপুরের আগে রয়েছে৷

সূত্রের খবর, জনমত সমীক্ষায় সাধারণ মানুষের মতামত যাদবপুরে প্রায়ই ছাত্র বিক্ষোভ ও ধর্না হয়৷ অবশ্য এবার দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সও দু’ধাপ পিছিয়ে ২৯তম হয়েছে৷ অসমের তেজপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় প্রতিষ্ঠান হিসাবে ১০০ নম্বরে রয়েছে৷