bengali

কন্যাশ্রী নিয়ে পিএইচডি করলেন বনগাঁর অধ্যাপক

Webdesk | Tuesday, September 25, 2018 11:07 PM IST

কন্যাশ্রী নিয়ে পিএইচডি করলেন বনগাঁর অধ্যাপক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প '‌কন্যাশ্রী' নিয়ে পিএইচডি করলেন বনগাঁর এক অধ্যাপক। বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক পার্থসারথি দে কন্যাশ্রী নিয়ে পিএইচডি করায় তাঁকে কলেজের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হবে। 

এই বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ জানান, 'কন্যাশ্রী'‌র মতো একটি বিষয়, যেখানে মুখ্যমন্ত্রীর সরাসরি সংযোগ রয়েছে, সেই বিষয়ের ওপর কাজ করায় কলেজের পক্ষ থেকে অধ্যাপক দে–কে সংবর্ধনা জানানো হবে। 

এমন একটি বিষয়ের উপর কাজ করতে মেনে খুশি অধ্যাপক পার্থসারথি দে জানিয়েছেন, ‌কন্যাশ্রী প্রকল্প চালুর সময় একটি বিশেষ শ্রেণিকে বেছে নেওয়া হয়েছিল। এখন সকলের জন্য এই প্রকল্প চালু হয়েছে। সেক্ষেত্রে এই প্রকল্পের নতুন কী প্রভাব পরে, সেই বিষয়ে চর্চা করার জন্য পোস্ট ডক্টরেট করতে চান তিনি।‌ গোবরডাঙার বাসিন্দা পার্থসারথি দে ২০০৮ সালে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে বনগাঁ কলেজে যুক্ত হন। তার আগে তিনি হাবড়া শ্রীচৈতন্য কলেজে অতিথি অধ্যাপক এবং পরে হাবড়ার প্রফুল্লনগর বিদ্যামন্দিরে একই বিষয়ের ওপর শিক্ষকতা করেছেন।