bengali

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেল আফজল গুরুর ছেলে

Webdesk | Thursday, January 11, 2018 9:29 PM IST

উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৮৮ শতাংশ নম্বর পেল আফজল গুরুর ছেলে

ছেলেটির বাবা জঙ্গি। সেই জন্য কম বঞ্চনা সঝ্য করতে হয়নি ছেলেটিকে। দেশের পার্লামেন্টে জঙ্গি হামলার ঘটনার মূল অভিযুক্ত আফজল গুরু। এই ঘটনায় ফাঁসিও হয় তার। তাঁর ছেলে গালিব গুরু উচ্চমাধ্যমিক পাস করল ৮৮ শতাংশ নম্বর পেয়ে। 
জম্মু–কাশ্মীর বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার। গত নভেম্বরে ৫৫ হাজার ১৬৩ জন পরীক্ষার্থীর মধ্য ৩৩ হাজার ৮৯৩ জন পাশ করেছেন। তাতে মোট পাশ করেছেন ৬১.‌৪৪ শতাংশ। পাসের হারে এগিয়ে মেয়েরাই। তবু গালিব গুরুর ফল নজর টেনেছে সকলের। জঙ্গির ছেলে বলে কম যাতনা জোটেনি। তারপরেও পড়াশোনা চালিয়ে গিয়েছে সে, আজ তাই এসেছে সাফল্য। মাধ্যমিকেও ভাল ফল করেছিল গালিব গুরু। ৯৫ শতাংশ নম্বর পেয়েছিল গালিব। সোপরের বারামুল্লার থাকে আফজল গুরুর পরিবার। সেখানে থেকেই পড়াশোনা। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্সের মুখপাত্র সারা হায়াত।