bengali

৩১ ঘণ্টা ঘেরাও থাকার পর অবশেষে মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

Webdesk | Thursday, July 5, 2018 7:23 PM IST

৩১ ঘণ্টা ঘেরাও থাকার পর অবশেষে মুক্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

৩১ ঘণ্টা ঘেরাওয়ের পর অবশেষে ঘেরাও-মুক্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তবে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অবস্থান বিক্ষোভ জারি ছিল। কলাবিভাগের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিস্তর জলঘোলা হওয়ার পর শেষপর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছিল, প্রবেশিকা পরীক্ষা নয়, স্রেফ উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষার নম্বরের ভিত্তিতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে। প্রতিবাদে বুধবার বিকেল থেকে উপাচার্য ও রেজিস্ট্রারকে ঘেরাও করে রেখেছিলেন পড়ুয়া। রাতভর চলে ঘেরাও। বৃহস্পতিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে ভিড় আরও বাড়ে পড়ুয়াদের। প্রবেশিকা পরীক্ষার ফেরানোর দাবিতে আন্দোলনকে সমর্থন করে 'জুটা' ও। 

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার আবার ভর্তির দিনক্ষণ ঘোষণা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানানো হয়, ১২ জুলাই পর্যন্ত ফর্ম ফিলাপ চলবে। কলাবিভাগে ভর্তি নেওয়া হবে ২৭, ২৮, ৩০ এবং ৩১ জুলাই। শেষপর্যন্ত বৃহস্পতিবার গভীর রাতে ঘেরাওমুক্ত হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। 

তবে বৃহস্পতিবার বেশি রাত পর্যন্ত যাদবপুরে অবস্থান বিক্ষোভ জারি রাখেন আন্দোলনকারীরা।