bengali

একই পরীক্ষায় পাঁচবার ফলাফল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমফিল পরীক্ষা ঘিরে বিভ্রাট

Webdesk | Saturday, January 20, 2018 8:45 AM IST

কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এম ফিল পরীক্ষার রেজাল্ট ঘিরে বিতর্ক, একটি পরীক্ষার টানা পাঁচবার ফল প্রকাশ ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে, এমনকি ইন্টারভিউ-এর দিনও ফল প্রকাশ, তাই এই ফল প্রকাশকে কেন্দ্র করে নতুন বিতর্ক সৃষ্টি, প্রশ্ন করলে নির্বাক সকলেই

কলিকাতা বিশ্ববিদ্যলয়ে এমফিলের প্রবেশিকা পরীক্ষার পর উত্তীর্ণ মোট ছেচল্লিশ জনের নাম প্রকাশ করেছিল বাংলা বিভাগ, কিন্তু দিন যতই এগোচ্ছে নতুন করে লিস্ট টাঙানোর ধুম বাড়ছে, কখনও সেই তালিকায় পাশ নম্বর না পাওয়া প্রার্থীদের নাম আবার কখনও এসসি বা এসটিদের নাম বাদ, এর ফলে চরম বিভ্রাটের সৃষ্টি হয়

অন্যদিকে বৃহস্পতিবার ইন্টারভিউ-এর দিনও এর এক তালিকা প্রকাশ করা হয়েছে বাংলা বিভাগের পক্ষ থেকে, তাতে দেখা যায় তুলনামূলক কম নম্বর পাওয়া দুজন এসসি প্রার্থীর নাম উঠলেও সেই তালিকা থেকে বাদ অন্য এক এসসি প্রার্থী, এমনই অবস্থা যে সঙ্গে সঙ্গে তাঁর নাম ঢুকিয়ে ইন্টারভিউয়ে বসে যেতে বলা হয়। নামী বিশ্ববিদ্যালয়ের এহেন ঘটনায় সব মহলেই প্রশ্ন উঠতে শুরু করেছে।